নোয়াখালী প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২০

জোয়ারে প্লাবিত হাতিয়ার ১০ গ্রাম

পূর্ণিমার জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৩টি ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের জোয়ারের পানিতে উপজেলার সুখচর, নলচিরা ও চরঈশ্বর ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়।

জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত না করায় এসব এলাকা অস্বাভাবিক জোয়ারের পানিতে সহজে প্লাবিত হচ্ছে। এতে সুখচর ইউনিয়নের চরআমান উল্যা, বৌবাজার, চেয়ারম্যান বাজার এবং নলচিরা ইউনিয়নের তুপানিয়া ও নলচিরা ঘাট এলাকা প্লাবিত হয়। এছাড়াও চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম মাইজ্জা মার্কেট এলাকা প্লাবিত হয়। এসব এলাকার প্রায় ১০ সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে। দুপুরের পর থেকে শুরু হওয়া জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ি ডুবে যায়। নলচিরা ঘাটের প্রায় ২০টি দোকানঘর জোয়ারের পানিতে ভেসে যায়। অনেকের বাড়ির পুকুরের মাছও ভেসে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close