রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০৮ জুন, ২০১৮

সাংবাদিক হত্যার হুমকি

রূপগঞ্জ থানার সামনে কাফন মিছিল

সাজাপ্রাপ্ত আসামিদের হুমকির শিকার স্থানীয় সাংবাদিকরা রূপগঞ্জ থানা ভবনের সামনে কাফন মিছিল করেছেন। গতকাল বৃহস্পতিবার ‘৭০ জন সাংবাদিক এখন জিন্দা লাশ’ স্লোগানে এ কাফন মিছিল করেন তারা। এ সময় সাংবাদিকরা নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

রূপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খলিল শিকদার জানান, গত ৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মো. সফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা ভিলেজ নামক একটি আবাসন প্রকল্পের দখলে থাকা ১৮ বিঘা অর্পিত সম্পত্তি উদ্ধার করা হয়। আর এই সরকারি সম্পত্তি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাজাপ্রাপ্ত আসামি মাসুম চৌধুরী অপু বালু ভরাট করে দখল করে দেয় ওই আবাসন প্রকল্পকে। এ নিয়ে গত ৬ মে সরকারি অর্পিত সম্পত্তি বালু ভরাট করে জবরদখল নিয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অপুর বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ হয়েছে। এর জের ধরে ওইদিন দুপুরে মাসুম চৌধুরী অপু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি পরিচয়দানকারী হাফিজুর রহমান সজীব তাদের বাহিনী নিয়ে একজন পুলিশ সদস্যসহ রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে হোন্ডা মহড়া দেয় এবং প্রেস ক্লাবে ঢুকে ৩৭ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়। এ ছাড়া এসব ব্যাপারে সামনে বাড়াবাড়ি করলে গুলি করে হত্যা করা হবে বলে জানায়। এ ঘটনা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের হুমকির মুখে সাংবাদিকরা আতঙ্কিত হন। ওই সময় পুলিশের উপস্থিতিতে বিবাদী মাসুম চৌধুরী অপু ও হাফিজুর রহমান সজীব বলেন, ‘থানার ওসিসহ পুলিশ তো আমাদের পকেটে। তোদের একেক জন সাংবাদিকের বিরুদ্ধে ১০টি করে মামলা দেব।’ পৌনে এক ঘণ্টা প্রেস ক্লাব কার্যালয়ে অবস্থানের পর তারা পুলিশের সামনেই হুমকি-ধমকি দিয়ে চলে যায়। এ হুমকিতে আতঙ্কিত প্রেস ক্লাবের ৭০ জন সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভুগছেন। রূপগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি মকবুল হোসেন বলেন, আমাদের বোধগম্য নয় একজন সাজাপ্রাপ্ত আসামি কীভাবে পুলিশ প্রহরায় ঘুরে বেড়ায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist