জবি প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০১৮

উদ্বোধনের এক মাসেও চালু হয়নি জবির ৩ বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক যুগ পার হলেও রয়ে গেছে নানা সংকট। বিশ্ববিদ্যালয়ে যে ধরনের সুযোগ-সুবিধা থাকে তার প্রায় বেশির ভাগই নেই ক্যাম্পাসটিতে। আবাসন, পরিবহন সংকট, পর্যাপ্ত ক্লাসরুমের অভাব ইত্যাদি সমস্যা ঘিরে রেখেছে এ বিশ্ববিদ্যালয়টিকে। উপাচার্যের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা হয় নতুন তিনটি বাস। আবাসন সুবিধাবঞ্চিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র ভরসা বাস । কিন্তু সেই বাসের সংখ্যা শিক্ষার্থীদের তুলনায় খুবই নগণ্য। এ অবস্থায় শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এক মাস আগে ক্রয়কৃত তিনটি বাস এখনো চালু করতে পারেনি প্রশাসন। বাসগুলো গত ২০ মার্চ উদ্বোধন এবং হস্তান্তর করা হয় পরিবহন পুলের কাছে। বিজ্ঞান অনুষদ ভবনের মাঠে পড়ে আছে এসব বাস।

এ বিষয়ে পরিবহন পুলের প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘রেজিস্ট্রেশন ছাড়া বাস রাস্তায় চলাচল বেআইনি। বাস তিনটির এখনো রেজিস্ট্রেশন করা হয়নি। এজন্য প্রয়োজনীয় বরাদ্দকৃত অর্থ এখনো পাইনি। দু-এক দিনের মধ্যে অর্থ পাওয়ার কথা রয়েছে। অর্থ পেলে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাসগুলো রাস্তায় নামাতে পারব।’ বাসগুলো কোন রুটে দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘বাসের রুট এখনো ঠিক হয়নি। তবে নতুন গাড়িতে অপচয় কম হয়। তাই এই বাসগুলো বেশি দূরত্বের স্থানে দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ এদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা পর্যাপ্ত নয়। ফলে বিআরটিসি থেকে ভাড়া করা দুই তলাবিশিষ্ট বাসে যাতায়াত করেন শিক্ষার্থীরা। বিভিন্ন রুটের এই বাসগুলো তাদের নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে তার আগেই শিক্ষার্থীদের নামিয়ে দেয়। এ ছাড়া তারা অনেক সময় শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় সাধারণ যাত্রীদের নেয় বলেও জানা যায়। মাঝে মাঝে পূর্বঘোষণা ছাড়াই যান্ত্রিক ত্রুটির অজুহাতে বন্ধ থাকে বাসগুলো। ফলে চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist