আবিদ আউয়াল

  ২৬ মার্চ, ২০২১

স্বাধীনতার উপাখ্যান

জটিল সৈকতে স্বাধীনতা খোঁজতে গিয়ে

গূঢ় চোরাবালিতে পা

গণকবরে লাশের স্তূপ

হতাশায় চুল ছিঁড়ে দেখি

কটকট করে মগজের ভেতর

এবাড়ি-ওবাড়ি পথে-ঘাটে

এখানে-ওখানে সভ্যতা পুড়ে আগুনে

মাঠে-বিলে-খালে পড়ে থাকে ভাই ও বোনের লাশ

চারপাশে সম্ভ্রম হারানো মায়ের আর্তনাদ

গন্তব্যের স্বর্ণচূড়া ডাকে শ্মশানে ও গোরস্তানে

উদোম পিঠ ঠেকে দেয়ালে

শোকগ্রস্ত ভস্ম স্তূপ থেকে জাগে বাঙালি চেতনা

বাঙালির গহিন অরণ্য থেকে গর্জে ওঠে

প্রতিবাদী ব্যাঘ্র থাবা

মুহূর্তে ক্ষত বিক্ষত হয়

পাকিস্তানি হায়েনাদের নাদুস-নুদুস শরীর

‘ছাইরা দে মা কাইন্দা বাঁচি’ অবস্থায়

রেসকোর্স ময়দানে ঝাপটে ধরে পা

জটিল সৈকত থেকে ওঠে আসে প্রিয় স্বাধীনতা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close