দিলীপ কির্ত্তুনিয়া

  ২৬ মার্চ, ২০২১

উচ্চারণ

তোমাকে বললাম স্বাধীনতা।

তুমি চোখ বন্ধ করে

এরপরের শব্দটি উচ্চারণ করো।

দ্বিধাহীন চিত্তে দৃঢ় স্বরে

তুমি বললে শেখ মুজিব।

তারপরে বললাম এরপরের

শব্দটিও বলো উচ্চারণ করো।

দেখা যাক তোমার বুক থেকে

কী ভেসে আসে।

তুমি পরের শব্দটিও বললে

উচ্চারণ করলে জয় বাংলা।

এখানেও তুমি দ্বিধাহীন দৃঢ়স্বর

তোমার ঠোঁট কাঁপেনি।

কারণ উচ্চারণের ধারাবাহিকতায়

তুমি ঠিকই আছো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close