অনলাইন ডেস্ক
২০ অক্টোবর, ২০২৪
শহরালির কড়চা
মুরগি বুবুর সিজার হলো
দাম বেড়েছে ইগের,
এডিশ সাহেব রাগ করেছে
প্রভাব ডেঙ্গু রোগের।
পেট হয়েছে টমেটোর আর
ফর্মে আছে বাগুন,
সবজি মশাই বেজায় কড়া
লাগল বুঝি আগুন।
মাছের মায়ের পুত্রশোকে
গাইছে যারা গান,
বলছি তাদের, আপনারা কি
ইলিশ খেতে পান?
এলপি গ্যাসের পকেট ছেঁড়া
যাচ্ছে কোথায় ট্যাকা?
নানান অজুহাতে সবাই
খাচ্ছি কেবল ছ্যাঁকা।
* মেহেদি হাসান
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন