reporterঅনলাইন ডেস্ক
  ০৮ মে, ২০২২

শহরালির কড়চা

টাকা তুমি যেন মা-বাপ

তুমি মামা-কাকারে,

তোমায় ছাড়া কোনোভাবে

যায় না বেঁচে থাকারে।

তোমায় ছাড়া সোজা পথটা

হয়ে থাকে বাঁকারে,

জীবনযাপন তুচ্ছ হয়ে

কেবল করে খাঁ-খাঁরে।

টাকা তুমি সবার আগে

চলে তোমার চাকারে,

লালকে নীল, নীলকে লাল

কাঁচাকে করে পাকারে।

কত অন্যায় শত অপরাধ

যায় রেখে ঢাকারে,

তুমি নাকি উড়তে পারো

আছে বিশাল পাখারে।

টাকা তুমি উচ্ছ্বাস উল্লাস

হাসি-খুশি মাখারে,

তোমায় দিয়ে সুন্দর সময়

যায় ধরে রাখারে।

তুমি যেন জীবন মরণ

টাকা টাকা টাকারে,

তাই তো তোমায় অকাতরে

সেকেন্ড গড ডাকারে।

* জাকির আজাদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close