মনসুর হেলাল

  ২১ ফেব্রুয়ারি, ২০১৯

নো-ম্যানস্ ল্যান্ড

আমি তোমাদের কেউ নই

অন্য কেউ : অন্য কোনো কাতারে শামিল।

দৌড়ঝাঁপ, লম্ফঝম্ফ এসব জানি না। জানি না অচ্ছুত

মিথ্যে তুঘলকি। সাইড লাইনে বসে

কেটেছে বিফল রথে পুরোটা প্রহর।

মাথার ওপরে নেই কোনো পড়শির ছায়া

গলায় ঝোলানো নেই বিশেষ মাদুলি।

ক্ষিপ্র নিষাদের মতো বিক্ষুব্ধ বিষাণ হাতে

কখনো যাইনি ছুটে। কেননা আমার কোনো প্রতিপক্ষ নেই

জয়-পরাজয় একমুখী, একলক্ষ্যে স্থির।

নেই প্রান্ত বদলের তাড়া; লালগালিচার সংবর্ধনা কিংবা

সবিশেষ কোনো গন্তব্যও নেই। আছে আটপৌরে বিপন্ন কুটির

তাও দেখি বিখন্ডের নোটিস পেয়েছে।

মানচিত্র বাববার বদল হলেও

এখনো আমার ভিটে ঘুঘুদের ফাঁদ।

এক পা আমার বিদ্ধ কাঁটাতারে

অন্য পায়ে ধর্তব্যের বেড়ি। গ্রহণ-বর্জন শেষে

পড়ে আছি আধাআধি জলে ও ডাঙায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close