দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুরের হোজা নদী
দুই শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে ভরসা বেহাল সেতুর সংযোগ সড়ক
রাজশাহীর দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের মাধ্যম হোজা নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কটি বেহাল হয়ে পড়েছে। এতে পারাপারে দুর্ভোগে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী সহ পথচারী।
জানা গেছে, হোজা নদীর ওপর নির্মিত সেতুর উত্তরপার্শ্বের সংযোগ সড়কটি ভেঙ্গে নদীগর্ভে যাওয়ার অপেক্ষায় আর অপর দক্ষিন পার্শ্বে নেই কাচাপাকা সড়ক। মানুষের আমবাগান ও বাড়ির আঙ্গিনা দিয়ে সেতুতে ওঠতে হয় এমনকি মাটি থেকে সেতু অনেক উঁচু হওয়ায় চলাচলকারী পথচারীদের ওতে বেগ পেতে হয়। এতে সেতু দিয়ে যাতায়াতকারী দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পথচারী, এলাকাবাসী ও যানবাহন চালকদের ভোগান্তির স্বীকার হতে হয়। এমনকি ওইপথে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হতে হয় প্রতিনিয়ত।
স্থানীয় পথচারীরা জানান, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ ও দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ হোজা নদীর দক্ষিন পাশ থেকে সহ দুর্গাপুর, হরিপুর, কাঁচুপাড়ায় যাতায়াতের একমাত্র পথ সেতুর উত্তরপার্শ্বে ভাঙ্গাচোরা সংযোগ থাকলেও নেই সেতুর দক্ষিন পার্শ্বের সংযোগ সড়ক। দক্ষিন পাশে মানুষের আমবাগান ও বাড়ির পাশ দিয়ে সেতু ওঠতে হয়। এর উত্তর পার্শ্বের সংযোগ সড়কটি সংস্কার ও দক্ষিন পার্শ্বে নদীর সঙ্গে সংযুক্ত সরকারী দাঁড়ার পাশ দিয়ে রাস্তা নির্মাণ করলে এই পথ দিয়ে যাতায়াতকারী পথচারীদের দুর্ভোগ কমবে।
দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুবা খাতুন বর্ষা জানায়, তার বাড়ি চৌবাড়িয়া গ্রামে। দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজে যাতায়াতের একমাত্র সংযোগ পথ হোজা নদীর ওপর নির্মিত সেতু। সেতুর দক্ষিন পার্শ্বে বহরমপুর সিংগাবাজার পাকা সড়ক থেকে একটু দূরে সেতু পার হয়ে যেতে হয়। দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ ও দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় রাস্তায় বৃষ্টির পানিতে কাদা হয়ে যায়। অপরদিকে সেতু শেষে কলেজে পৌছাতে ব্যবহারকারী সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলতো দূরের কথায় হেঁটে পার হওয়ায় কঠিন হয়ে পড়েছে। সেতুর দক্ষিণ পাশে ৩০০ গজ মাটির রাস্তাটি পাকা করলে মহিলা কলেজ ও বালিকা উচ্চ বিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থী সহ পথচারীদের দুর্ভোগ কমবে।
দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বলেন, বহরমপুর-দুর্গাপুর এর সংযোগস্থান হোজা নদীর ওপর নির্মিত সেতু।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মাসূক-ই মোহাম্মদ মাসুদ বলেন, হোজা নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কটি ভেঙে যওয়ার বিষয়টি জানা ছিলো না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংস্কারের ব্যবস্থা করা হবে।
"