বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০২৪

পাসপোর্টযাত্রী থেকে চাঁদাবাজি গ্রেপ্তার ২

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতগামী পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারক চক্রের ৫০ হাজার টাকা চাঁদাবাজির ঘটনায় দুইজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে বনাপোল চেকপোস্ট এলাকার বিরানী হাউজ এর দক্ষিন পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বন্দর থানার বড় আঁচড়া গ্রামের মো. সাগর (২৭) ও একই থানার নামাজ গ্রামের ইবাদত হোসেন (৪৫)।

পাসপোর্টযাত্রী বাগেরহাটের সদর থানার চরগ্রামের খাদেম রুহুল আমিন জানায়, রবিবার দুপুর সাড়ে ১২টার সময় শ্যালক মাহফুজ খান (৩৬) এর ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট এলাকার বিরানী হাউজ এর দক্ষিন পাশে নিরিবিলি স্থানে নিয়ে চাঁদাবাজ সাগর ও ইবাদতসহ কয়েকজন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি পুলিশকে জানানো হলে তারা দ্রুত টাকা উদ্ধার পূর্বক চাঁদাবাজদের গ্রেপ্তার করেন।

বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরে পুলিশ অভিযান চালিয়ে সাগর ও ইবাদতকে গ্রেপ্তার করে ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকী চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশে অভিযান চলছে। পাসপোর্টযাত্রীদের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close