উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০২৪

পাকা সড়কের পাশে ভাঙন, ভোগান্তি

উল্লাপাড়ার পুকুরচালা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সড়কের পাশ ভেঙে গেছে। উপজেলার নাগরৌহা পাকা সড়কের ছোটো বাখুয়া (মিল পাড়া) এলাকায় পুকুরচালা এই সড়কে সামান্য বৃষ্টিতে সড়কটির একাধিক জায়গায়

ভাঙন দেখা দিয়েছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়েছে স্থানীয়

বাসিন্দারা।

জানা গেছে, প্রায় পনেরো বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ পথ নাগরৌহা সড়কটি পাকাকরণ হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি এরপর দুবার সংস্কার করা হয়। সড়কটি পুকুরচালা হয়ে বয়ে গেলেও এতো বছর কোনো ভাঙ্গন হয়নি। সস্প্রতি সড়কটির পুকুর চালায় পূর্ব পাশে একাধিক জায়গায় ভাঙন দেখা দেয়। প্রায় পঁচিশ ফুট দীর্ঘ অংশে বেশি ভেঙ্গেছে। সামান্য বৃষ্টি হলে আরো ভাঙছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমদিকে সড়কের ভাঙ্গন অংশে ফাটল দেখা দেয়। এরপর বৃষ্টির পানি ঢুকে ভাঙ্গতে থাকে। এখন বৃষ্টি হলে আর ভারী যানবাহন ভাঙ্গন ঘেষে চললেই সড়কটি আরো ভাঙ্গছে বলে জানা গেছে। নাগরৌহা, বাখুয়া মিলপাড়া, ডাক্তারপাড়া, পুকুরপাড়ের নানা পেশার মানুষ এ সড়ক পথে উপজেলা সদরসহ নানা গন্তব্যে যাওয়া আসা করেন। এদিকে নাগরৌহা পাকা সড়ক হয়ে ভেংড়ীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়তে শৈলাগাড়ী এলাকায় কচুয়া (বিলসূর্য্য) নদীতে একটি সেতু নির্মাণ কাজ চলছে। এ ছাড়া পুকুরপাড় গ্রাম হয়ে পূর্ণিমাগাতীর সঙ্গে যোগাযোগ আছে। নাগরৌহা পাকা সড়ক আন্ত ইউনিয়ন যোগাযোগ ব্যবস্থায় এলজিইডির উদ্যোগ নেওয়া আছে বলে জানা গেছে।

প্রতিবেদককে এলাকার ভ্যান চালক আ. পরবত মিয়া ও কুদ্দুস মিয়া জানায়, সড়কটির পুকুর চালায় ঢালুতে থাকা মাটি সরে গেছে। এ ছাড়া বড় ধরণের কয়েকটি গাছ আগে পুকুরে পড়ে য়াওয়ায় মাটি ধসে সড়কের এমন ক্ষতি দেখা দিয়েছে। আরো কয়েকজন জানায় পুকুরের মধ্যে গাইড ওয়াল নির্মাণ হলে এখানে সড়ক ভাঙ্গবে না।

ব্যবসায়ী আবু বক্বার বলেন, ভাঙ্গন ঠেকানো না গেলে তো সড়কের ভাঙ্গন ক্ষতি বাড়বে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, এ পথে চলাচলে সত্যিই অনেকের কষ্ট হচ্ছে। তাই আপাতত সড়কটির ওইখানে ক্ষতি ও ভাঙ্গন ঠেকাতে বস্তায় মাটি ভরে বাধ দেওয়া ব্যবস্থা নেওয়া হবে। এরপরে পর্যায়ক্রমে যা করার প্রয়োজন করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close