ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ছাত্রীকে ধর্ষণ, মামলা
ঢাকার ধামরাইয়ে বন্ধুর সহযোগীতায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ওই তরুণীর বাবা বাদী ধামরাই থানায় অভিযুক্তসহ ২ জনের নাম উলেখ্য করে দায়ের করা করেন।
এর আগে গত ১৫ অক্টোবর রাতে উপজেলার একটি পার্কের পাশে ফাঁকা ভিটায় ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকের নাম মো. আরিফ হোসেন (২৫), সহযোগী বন্ধু হৃদয় হোসেন (২৩)।
মামলা ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, কিছু দিন ধরে অভিযুক্ত আরিফ মেয়েটিকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতে থাকে। পরে মেয়ে বিষয়টি পরিবারকে জানালে সামাজিক মান-মর্যাদার ভয়ে কাউকে কিছু বলেনি। আরিফকে ভাল হওয়ার কথা বলে ছিলেন মেয়ের বাবা। কিন্তু আরিফ তার বন্ধুর হৃদয়কে দিয়ে গত ১৫ অক্টোবর মেয়েকে পড়ার টেবিলে বসিয়ে বাহিরে যায়। এই সুযোগে হৃদয় ঘরে ঢুকে কৌশলে তার মেয়েকে ঘর থেকে বের করে বাহিরের একটি ফাঁকা ভিটায় নিয়ে যায়। ওইখানে আগে থেকেই ধর্ষণের অভিযুক্ত আরিফ অবস্থান করে ছিল। সেখানে যাওয়ার পর আরিফ তার মেয়েকে কু-প্রস্তাব দেয়। কিন্তু সে রাজি না হলে আরিফের বন্ধু হৃদয় তার হাত-পা ও মুখ চেপে ধরে এবং আরিফ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালছে।
"