কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়ায় রাস্তা সংস্কার জামায়াতের
সাতক্ষীরার কলারোয়ায় চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারের উদ্যোগ নিলো জামায়াত। গ্রামের ভাঙাচুড়া ও কর্দমাক্ত রাস্তায় ইট ও ইটের সুড়কি দিয়ে চলাচল উপযোগী করলেন জামায়াত নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর কয়লা ইউনিয়নের বিভিন্ন রাস্তা জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় গত শুক্রবার সকাল থেকে রাস্তা মেরামত কর্মসূচি বাস্তবায়ন করে ইউনিয়ন জামায়াতে ইসলামী। ৫ দিনের কর্মসূচির প্রথম দিন কয়লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া ও বিশ্বাস পাড়া হয়ে মুরারীকাটির সীমানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শরিফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিছুর রহমান পলাশসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল কর্মী ও সমর্থকরা।
"