বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

বিরামপুরে সাপের কামড়ে ওঝার ছেলের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে শাখা যমুনা নদীর পাড়ে সাপ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শাকিল (২২) নামের এক ওঝার ছেলের মৃত্যু হয়েছে। সাপের ছোবলে ছেলের মৃত্যুর বিষয়টি বাবা আলম হোসেন এ তথ্য জানান।

গত বৃস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে পৌর শহরের ছোট যমুনা নদীর পাড়ে সাপে ছোবল দেয়। পরে রাত দশটার দিকে তার মৃত্যু হয়। নিহত শাকিল পৌর শহরের হঠাৎ পাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বছর খানেক ধরে শাকিল বাবার সঙে বিভিন্ন জায়গায় সাপ ধরে এবং সাপের খেলা দেখার কাজে সহায়তা করেন। বিকেলে একাই ছোট শাখাযমুনা নদীর ধারে সাপ ধরতে যায়। এসময় অসাবধনতা বসত একটি বিষধর সাপ শাকিলকে ছোবল দেয়। পরে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওইখানে তার অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে নিজ বাডড়িতে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহমিদা আক্তার বলেন, সাপের ছোবলে এক যুবক হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের বাবা আলম হোসেন সাপুড়ে বলেন, সাপের কামড়ে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করলেও অবস্থার অবনতি হয়।রাতে নিজ বাড়িতেই তাই মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close