reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

মুক্তি দাবি

গাইবান্ধা প্রতিনিধি

২০০৯ সালে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা এবং কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তিসহ ৯ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। এর আগে, পিলখানা হত্যাকাণ্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত বুধবার রাতে পৃথক অভিযানে পৌর এলাকার ভাদুঘর ও বাঞ্ছারামপুরের রূপসদী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ভাদুঘর গ্রামের অলিউল্লাহ ও কামাল মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৫টি রাম দা, ৩টি টেটা, ২টি ছুরি, ৩টি বল্লম, ৪৫০ ইউরো, ১২২ ইউএস ডলার ও নগদ ৭ লাখ ৩০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। গতকাল সকালে যৌথবাহিনীর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বর্ণালংকার লুট

দোহার প্রতিনিধি

ঢাকার দোহারে একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত তিনটার দিকে উপজেলার দক্ষিণ জয়পাড়া নুরপুর এলাকায় কুদ্দুস খানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী জুয়েল খান জানান, রাত তিনটার দিকে ঘরের দরজা ভেঙে ৮/১০ জনের একটি ডাকাত দল ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, থানায় মামলা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তার-জরিমানা

কালীগঞ্জ প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি অভিযানে রেহেনা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে হরে রাম নামে কালীগঞ্জ বাজারের এক মৎস্য ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ওই মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ১৬ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলায় ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জালসহ আটক ৩

শিবচর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের পদ্মায় অভিযান চালিয়ে ৩ লাখের বেশি কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। গত বুধবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চরজানাজাত নৌপুলিশের ফাঁড়ির সদস্যরা। এছাড়া উপজেলা মৎস্য অফিস পৃথক অভিযান চালিয়ে আরো ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় মাছ ধরার একটি ট্রলার, জালসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগরের সাইফুল, ইব্রাহিম ও শিবচরের চরজানাজাত এলাকার কাদির।

নতুন ওসি রউফ

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নতুন ওসি এম. এ রউফ খান যোগ দিয়েছেন। তিনি ঈশ্বরদী সার্কেল অফিস পাবনা থেকে হরিণাকুণ্ডু থানার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০০৮ সালে উপপরিদর্শক (এসআই নিরস্ত্র) হিসাবে পুলিশে যোগ দেন। রউফ খান মেহেরপুরের জার্মান বাংলা গার্ডেন সিটি ওয়াপদা পাড়ায় জন্মগ্রহণ করেন। ইতোপূর্বে তিনি সিআইডিতে, বাঘেরহাট, মাগুরা ও খুলনায় এসআই (নিরস্ত্র), চাঁদপুর সদরে ইন্সপেক্টর (ডিবি), ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close