বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী
যৌতুক না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে জখম
চট্টগ্রামের বাঁশখালীতে যৌতুক না দেওয়ায় শারমিন আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগ ওঠেছে স্বামী নুরুল আবচারের বিরুদ্ধে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কোর্ট বন্ধ থাকায় আগামী রবিবার মামলা করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী শারমিনের বাবা মোহাম্মদ পেয়ারুর বাবা।
গত বুধবার সন্ধ্যায় পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে উপজেলার কালীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুর রশিদের ছেলে নুরুল আবচারের সঙ্গে বৈলছড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ার মোহাম্মদ পেয়ারুর মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। পরবর্তীতে শারমিনকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। বিভিন্ন সময়ে শারমিনের বাবা নগদ ১ লাখ টাকা ও ফার্নিচারসহ তিন ভরি সোনার গয়না যৌতুক হিসেবে নুরুল আবচারকে দেয়। পরবর্তীতে কয়েক মাস আগে তাকে পুনরায় যৌতুকের দাবিতে মারধর করে ঘর থেকে বের করে দিলে শারমিন বাদী হয়ে গত ২৯ জুলাই বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে। ওই মামলায় আদালত আসামি নুরুল আবচারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে আসামি আদালতে আপোষ-মীমাংসার শর্তে জামিনে মুক্তি লাভ করে।
গত বুধবার সন্ধ্যায় আবারও যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা এনে দিতে বলে স্ত্রীকে। শারমিন অপারগতা প্রকাশ করলে নুরুল উত্তেজিত হয়ে দা দিয়ে তার মাথার খুলিতে কোপ মারে। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তার ছেলে মোবাইল ফোনে নানার বাড়িতে খবর দেয়। পরে তারা এসে শারমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শারমিন আক্তার বলেন, বুধবার সন্ধ্যায় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আমার ওপর হামলা চালানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ বলেন, ৮টি সেলাই পড়েছে। এদিকে এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
"