ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
দেশীয় তিন আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে দেশে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টায় দিকে উপজেলার দিলালপুর নামক এলাকায় অভিযান চালিয়ে সানোয়ার হোসেনকে (৫২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি এলাকার একজন শীর্ষ ডাকাত বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।
র্যাব জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ওয়ান শুটারগান ৩টি এবং ২ রাউন্ড গুলিসহ আসামিকে গ্রেফতার করা হয়। উল্লখ্য গ্রেফতার আসামি এলাকার একজন শীর্ষ ডাকাত। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন ধরনের একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
"