প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৬ আগস্ট, ২০২২

নানা আয়োজনে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা, ভিডিও চিত্র প্রদর্শন, আলোচনা সভা, যুব ঋণের চেক প্রদান, পুরস্কার বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, ও গাছের চারা বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন পুলিশ সুপার রাফিউল আলম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভেকেট ইয়ারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ডু, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল ইসলাম।

গাইবান্ধা : গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমান। উপস্থিত ছিলেন এএসপি মো. ইলিয়াস জিকো এবং জেলার বিভিন্ন ক্রীড়াবিদ। শেষে ৫ জন বিশিষ্ট্য ব্যক্তি ও সংগঠককে জেলা ক্রীড়া সংস্থা পদক হাতে তুলে দেওয়া হয়।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মিরকাদিম পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিরকাদিম হাজ্বী আমজাদ আলী ডিগ্রি কলেজে বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসু। প্রধান অতিথি ছিলেন মিরকাদিম পৌর মেয়র আব্দুস ছালাম, আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান শরীফ, আব্দুল জলিল মাদবর, আব্দুর রহিম বাদশা, দ্বীন ইসলাম, জাহাঙ্গীর আলম, পিয়ার হোসেন, আতাউর রহমান রিপন মুন্সী প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইলে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলসহ অনেকেই।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : কুলিয়ারচরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাদিয়া ইসলাম লুনা। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা প্রকৌশলী এস.আর.এম.জি কিবরিয়া, সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়ের, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়ান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান।

ডোমার (নীলফামারী) : ডোমারে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, নীলফামারী জেলা আ.লীগের সহসভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, উপজেলা আ.লীগের নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জরুল হক চৌধুরী মঞ্জু, ওসি মাহমুদ উন-নবী প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে ইউএনও মেরিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শহীদুল্লাহ সবুজ। পরে উপজেলা যুব উন্নয়ন অফিস কর্তৃক প্রশিক্ষিত ১০ জন যুবকের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ ও উপজেলা পরিষদ চত্বরে মেহগনি গাছের চারা রোপন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শহীদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, ওসি হাবিবুল্লাহ, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা নাহিদ প্রমুখ।

মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এতে ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, ওসি সেলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, কৃষি কর্মকর্তা হাসান আলী, সরকারী পাইলট বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, পিআইও মজনুর রহমান, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপপরিদর্শক এম আলমগীর হোসাইন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক শাহগীর আলম, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। পরে স্টেডিয়াম ভবন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চিলমারী (কুড়িগ্রাম) : চিলমারী উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, ওসি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকির হােসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ প্রমুখ।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, ওসি ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি লুৎফুল কবীর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদ।

ধুনট (বগুড়া) : ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব চত্ত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমীন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, পপি রানী পোদ্দার, পৌর মেয়র এজিএম বাদশাহ, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির আয়োজনে উনার নিজ বাসভবন বিরিশিরিতে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহীন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মড়ল, চন্ডিগড় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ মড়ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : গোমস্তাপুর উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদানের পর উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আসমা খাতুন। এতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, রহনপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, ওসি আলমাস আলি সরকার, সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস বেগম প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গোবিন্দগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, সহসভাপতি আলতামাসুম ইসলাম শিল্পি, যুগ্ম সাধারণ সম্পাদক আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, আবু সুফিয়ান মন্ডল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভায় ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। আরো বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ প্রমুখ।

হাটহাজারী ( চট্টগ্রাম) : হাটহাজারীত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহিদুল আলম। শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতি চারণ করে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ওসি রুহুল আমীন সবুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত প্রমুখ।

হিলি (দিনাজপুর) : হাকিমপুর (হিলি) উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় ইউএনও মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দাস, ওসি আবু সায়েম, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা, পুলিশ, পৌর প্রশাসন ও উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও আসসাদিকজামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, ওসি আনিসুর রহমান প্রমুখ।

কালকিনি (মাদারীপুর) : কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কালকিনি ইউএনও পিংকি সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি এমপি তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর ফারুক, পৌর মেয়র এসএম হানিফ, পৌরসভা আ.লীগের সভাপতি আবুল বাশার, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক লোকমান সরদার ও ওসি শামীম হোসেন। অন্যদিকে ডাসার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও সারমীন ইয়াছমীন সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, সরকারি শেখ হাসিনা একাডেমি এ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ড. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজ এ্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ড. খন্দকার মোহাম্মদ সোহেল প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় আরোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমুখ।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, দফতর সম্পাদক এহতেশাম হোসেন খাঁন ভুনু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

নবাবগঞ্জ (দিনাজপুর) : নবাবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমির হোসেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) : নন্দীগ্রামে শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিফা নুসরাত। এদিকে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চনালয় আলোচনা সভায় বক্তব্য দেন আ.লীগ নেতা রফিকুল ইসলাম, শফি উদ্দিন, স্বপন চন্দ্র, সরফুল হক, শেখ শামিম, মামুনুর রশিদ প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে জেলা প্রশাসনের আয়াজনে ব্যামাগারে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সহসভাপতি অ্যাড. সুলতান আহমেদ মৃধা প্রমুখ।

রাজবাড়ী : রাজবাড়ীর শেখ কামাল স্মৃতি চ্যালেঞ্জ কাপ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহাবুবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও ইউএনও মুসফিকুল আলম হালিমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে ইউএনও মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোছা. নুরজাহান খাতুন, ওসি সোহেল রানা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমুখ।

কাহালু (বগুড়া) : কাহালু উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আল-হাসিবুল হাসান সুরুজ, ইউএনও পাপিয়া সুলতানা, ওসি আমবার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নজিবুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদ খানম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরী, কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার হাসিবুল আলম, উপপরিচালক স্থানীয় সরকার তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, জেলা প্রশাসক রাজস্ব মোবারক হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না প্রমুখ।

চৌহালী (সিরাজগঞ্জ) : চৌহালীতে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রসাশন ও উপজেলা আ.লীগের উদ্যোগে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ইউএনও মোছা. আফসানা ইয়াসমিন ও উপজেলা আ.লীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন ওসি হারুন অর রশিদ, উপজেলা আ.লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার, সহসভাপতি নুর মোহাম্মদ চৌধুরী সন্জু প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় ইউএনও উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন প্রমুখ।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ওসি শামীম অর রশীদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, খলিলুর, সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ, দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close