কক্সবাজার প্রতিনিধি

  ২০ জুন, ২০২২

কক্সবাজারে বজ্রপাতে কৃষকসহ নিহত ৩

কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ায় বজ্রপাতে কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে পেকুয়া উপজেলার মগনামা এবং কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরতঘোনার হোছাইনের ছেলে কৃষক মো. আলী (৪০) এবং কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের চুল্লার পাড়ার জাকের উল্লাহর ছেলে ইমতিয়াজ (২৫) ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের কাঁচা গ্রামের ছাবের আহমদের ছেলে মো. করিম (৩৫)। এ সময় নিহত ইমতিয়াজের ভাই মো.আক্কাস গুরুতর আহত হয়। তিনি বর্তমানে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ চৌধুরী বলেন, দুপুরের দিকে শরতঘোনা এলাকায় মাঠে চাষের কাজ করছিলেন কৃষক মো. আলী। এসময় প্রচন্ড বৃষ্টি ও সাথে বজ্রপাত হচ্ছিল। এতে বজ্রপাতের আঘাতে মো.আলী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষক মো. আলীকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার অপারেশন অফিসার এসআই মো. মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ নিহত কৃষক মো. আলীর লাশ উদ্ধার করেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হালিম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুমুল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়া এলাকায় ইমতিয়াজ ও মো. করিম মাছ ধরার নৌকা মেরামতের কাজ করছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে ইমতিয়াজ ও করিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close