ইবি প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

১৮ মাস পর খুলল ইবির হল

দীর্ঘ ১৮ মাস পর শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলো। গতকাল শনিবার সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের ফুল, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নেয়ার মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনস, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন পর হলে প্রবেশ করতে পেরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা। হলে প্রবেশের সময় কারো মুখে ছিলো আনন্দের ছাপ আবার কারো কারো মুখে ছিলো ক্লান্তি শেষে দীর্ঘনিশ্বাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী ফরহাদ হোসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, হল জীবন ছেড়ে দীর্ঘদিন থাকার পর অবশেষে পরিচিত মুখগুলোর সংস্পর্শে। সবাইকে পেয়ে কেমন জানি ঈদ ঈদ লাগছে। আশা করি, সবকিছু আবার আগের মত হয়ে যাবে।

এদিকে শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন পর হলসমূহ খুলে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে

বিশ্ববিদ্যালয় প্রশাসনও। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এতদিন পর হল খুলে দিতে পেরে শিক্ষার্থীদের পাশাপাশি আমরাও খুব আনন্দিত। এখন আমাদের একার পক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত সম্ভব হবেনা, শিক্ষার্থীদেরও আত্মসচেতন হতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close