আবদুল্লাহ আল মামুন, মাদারীপুর
০৫ ডিসেম্বর, ২০২০
অর্ধ লাখ মানুষের ভরসা নৌকা

------
পাঁচখোলা ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ পেদা বলেন, ‘মাদারীপুর লঞ্চঘাট এলাকা দিয়ে নদী পারাপারে সারা বছর জুড়ে নৌকাই একমাত্র ভরসা। প্রতিদিনই শিক্ষার্থী ও সাধারণ মানুষ ৫ টাকার বিনিময়ে নদী পারাপার হয়। সেতু না থাকায় মালামাল নিয়ে বাজারে যাওয়া-আসার ক্ষেত্রে খুবই কষ্টের মধ্যে পড়তে হয়। এতে করে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, তেমনি সময়ও নষ্ট হচ্ছে। এই ব্রিজটা হলে আমাদের সময় অনেকটা বেচে যাবে।’
পাঁচখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম আক্তার হাওলাদার বলেন, পাঁচখোলা ইউনিয়নের মধ্যে ৭নং ওয়ার্ড লঞ্চঘাটের এপার এবং ওপার। ৫-৭টি ইউনিয়নের লোকজন নৌকায় করে পারাপার হয়। ব্যস্ততম একটি রাস্তা এটা। কিন্তু এখানে খেয়ার বিকল্প কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে বর্ষায় নদীতে প্রবল স্রোত থাকে। এতে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। এখানে সেতু নির্মাণ হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ হবে। এ বিষয়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপিকে একাধিকবার বলা হয়েছে, তিনিও অনেক আন্তরিক। সর্বস্তরের জনগণের প্রাণের দাবি আমরা এই ব্রিজটা চাই।
"