পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০১৯

নরসিংদী পলাশের বাংলাদেশ জুটমিল

৯ দফা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

নরসিংদীর পলাশে ৯ দফা দাবিতে বিজেএমসি নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ জুটি মিলে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বিকালে বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ বাংলাদেশ জুট মিল শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন ২০১৫ বাস্তবায়ন, মিলের শ্রমিকদের ১০ সপ্তাহের ও কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতনসহ নয় দফা।

বাংলাদেশ জুট মিলের সিবিএ নেতা হারুন মিয়া ও সিরাজুল ইসলাম জানান, পাটকল শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালন করা হয়।

সিবিএ’র নেতারা বলেন, দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় সিবিএ নেতা আলম মিয়া, আউয়াল মিয়াসহ মিলের প্রায় ২ হাজার শ্রমিক এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

এ ব্যাপারে মিলের ব্যবস্থাপক (উৎপাদন) মনিরুজ্জামান জানান, ৯ দফা দাবিতে শ্রমিকরা প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখে। এ সময় মিলের উৎপাদন বন্ধ ছিল। এদিকে ঘেরাও কর্মসূচি চলাকালে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close