কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৯

ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

‘দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে’ এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশব্যাপী ঘটে যাওয়া ইভটিজিং, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জ্ঞানের আলো পাঠাগার। উপজেলার তারাশী গ্রামে প্রতিষ্ঠিত জ্ঞানের আলো পাঠাগারের সামনের সড়কে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় শিক্ষক সুজিত পোদ্দার, লিটন সাহা, ইউপি সদস্য শাহানুর শেখ, ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, পাঠাগারের উদ্যোক্তা সন্দীপ সাহা, আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদ হাওলাদার, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, হাফিজুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা ধর্ষকের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাস করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close