তানজিম ইসলাম আহাদ, দোহার (ঢাকা)

  ২৩ মে, ২০১৮

দোহারে খাল দখল করে বাড়ি নির্মাণ হুমকিতে কলেজের বহুতল ভবন

ঢাকার দোহার পৌরসভার সাহেবখালী খাল দখল করে বাড়ি নির্মাণের ফলে হুমকিতে পড়েছে জয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজের বহুতল ভবন। পদ্মা ও ইছামতী নদীর শাখা মিলিত হয়ে ওই কলেজের পেছন দিয়ে আড়িয়ল বিলে গিয়ে পড়েছে। পৌরসভার ৩নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় এই খাল দখল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দার অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে তারা খাল দখল করে বাড়ি নির্মাণ করেছেন। তবে অভিযুক্ত শাহীনের স্ত্রীর দাবি, উপজেলা আ.লীগের নেতা ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন। সরেজমিনে গিয়ে জানা গেছে, সাহেবখালী খালের এক পাড় অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ফলে খালের অপর পাড়ে অবস্থিত ঐতিহ্যবাহী জয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজের বাউন্ডারি দেওয়াল ভেঙে পড়েছে। হুমকিতে পড়েছে কলেজের একটি বহুতল ভবনও।

গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায় মৃত আবেদ আলীর ছেলে মো. মোশাররফ হোসেন, মৃত বছির উদ্দিনের ছেলে আবুল বাশার বিসা এবং শাহীন নামের কতিপয় লোক সংঘবদ্ধভাবে খাল দখল করে পরপর ৩টি বাড়ি নির্মাণ করেছেন। এতে খাল সরু হয়ে পড়েছে। ফলে খালে স্বাভাবিক ও বৃষ্টির পানি চলাচলে বিঘœ ঘটে। যার ফলে জয়পাড়া কলেজের সীমানা প্রাচীরের একটি অংশ ধসে পড়ে। অবশিষ্ট অংশও ধসে পড়তে পারে যেকোনো সময়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা এসব ভবন নির্মাণের সময় খালের অংশ দখল না করতে নিষেধ করেছিলাম। তারা আমাদেরকে নানা রকম ভয়ভীতি দেখায় এবং এ বিষয়ে চুপ থাকতে বলেন। তাছাড়া আমরা দোহার পৌরসভা এবং উপজেলা পরিষদের কাছে বার বার অভিযোগ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

জানতে চাইলে অভিযুক্ত দখলকারী মো. মোশাররফ হোসেন এবং আবুল বাশার বিসা প্রতিদিনের সংবাদকে বলেন, আমরা সরকারি খাল দখল করিনি। আমরা আমাদের নিজেদের জমিতেই বাড়ি করেছি। আরেক অভিযুক্ত শাহীনের স্ত্রী সোহাগী বেগম প্রতিবেদককে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোতালেব খানের কথা বলে ফোন ধরিয়ে দিয়ে বলেন, ‘উনি আমাদের মুরুব্বী। যা প্রশ্ন করার উনাকে করেন। উনিই আমাকে ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন।’ এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোতালেব খান প্রতিদিনের সংবাদকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

জয়পাড়া কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান প্রতিদিনের সংবাদকে জানান, প্রভাবশালীরা অবৈধভাবে সরকারি খাল দখল করার কারণে আমাদের কলেজের বাউন্ডারি দেওয়াল ধসে পড়েছে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের ভবনটিও এখন হুমকির মুখে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist