সিলেট ব্যুরো

  ০৩ মার্চ, ২০১৮

ছোটদের রকীব শাহ গ্রন্থের পাঠোন্মোচন

প্রকৃতি-বর্ণনা আধুনিক কাব্যের প্রধান বৈশিষ্ট্য। রকীব-সাহিত্যে প্রকৃতির মনোরম বর্ণনা পাওয়া যায়। তিনি মরমি সাধক হয়েও সমাজভাবনা, সমকালীন জীবনসংকটের কথা তার কাব্য ও সংগীতে উপস্থাপন করেছেন। সৃজনশক্তির বলেই রকীব শাহ মানুষের মনে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছেন। গত বৃহস্পতিবার রাত ৯টায় রকীব শাহ পরিষদ আয়োজিত শহরের কাজিটুলায় রকীব শাহ মাজার প্রাঙ্গণে তরুণ গবেষক সৈয়দা আঁখি হক প্রণীত ছোটদের রকীব শাহ গ্রন্থের পাঠোন্মোচন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।

তিন দিনব্যাপী ৫২তম ওরস বার্ষিক ও পাঠোন্মোচন উপলক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর আবদুল আউয়াল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগীতে একুশে পদকপ্রাপ্ত সুষমা দাশ, অধ্যাপক বিজিত কুমার দে, কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (অর্থ) মোসাব্বির মোহাম্মদ মুসা, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রকীব শাহ পরিষদের সভাপতি ডক্টর কাজী কামাল আহমদ। লেখক অভিভাষণ করেন সৈয়দা আঁখি হক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist