আদালত প্রতিবেদক

  ২০ নভেম্বর, ২০১৭

মায়াকাটারার অবৈধ সাইনবোর্ড সরাতে নির্দেশ

মায়াকাটারা মার্কেট নামে গার্মেন্টস এক্সেসরিজের একটি পাইকারি মার্কেট রয়েছে

রাজধানীর সদরঘাট এলাকায় সরকারি সম্পত্তি মায়াকাটারা মার্কেটে দখলদারদের ঝুলানো অবৈধ সাইনবোর্ড ১২ ডিসেম্বরের মধ্যে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) ও ঢাকার সহকারী কমিশনারকে (রাজস্ব) আদেশটি বাস্তবায়ন করে ওই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অমিত দাশগুপ্ত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

অমিত বলেন, মায়াকাটারা মার্কেটের সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের ব্যর্থতা বা নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং মায়াকাটারা মার্কেটের ব্যবসায়ীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে নাÑতা জানতে চাওয়া হয়েছে রুলে। আদালত সাইনবোর্ড অপসারণের নির্দেশ দিয়ে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ঢাকার জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার, ঢাকার সহকারী কমিশনার (রাজস্ব) ও কোতোয়ালি থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৭ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘সরকারি মার্কেট দখলে বেসরকারি সাইনবোর্ড’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে আবদুল আজিজ নামে জনৈক সাংবাদিক গত সপ্তাহে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই প্রতিবেদন অনুযায়ী রাজধানীর সদরঘাট এলাকায় হাজার কোটি টাকা মূল্যের এলাকাটি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় সরকারি সম্পত্তি। ওই সম্পত্তিতে মায়াকাটারা মার্কেট নামে গার্মেন্টস এক্সেসরিজের একটি পাইকারি মার্কেট রয়েছে। সেখানে বহুতল শপিং কমপ্লেক্স তৈরি করার কথা জানিয়ে বায়নাসূত্রে মালিকানার সাইনবোর্ড টানিয়ে দিয়েছে স্থানীয় প্রভাবশালী শাজাহান সিরাজ জুয়েলসহ প্রভাবশালী একটি দখলদার চক্র।

মার্কেটের প্রায় ৩০০ দোকানি পড়েছেন মহাবিপাকে। সাধারণ ব্যবসায়ীরা সেখানে চরম আতঙ্কে দিনাতিপাত করছেন। এ নিয়ে কোনো কথা বলতে গেলে ‘তাদের গুম-খুনেরও হুমকি দেওয়া হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist