নিজস্ব প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০১৭

ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা

রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের ভবনের মূল নকশার ব্যত্যয় ঘটায় ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। ভবনটির গাড়ি পার্কিংয়ের জায়গায় স্টোররুমসহ অন্য কাজে ব্যবহার করা হচ্ছিল। এর আগে এই স্টোররুমসহ অন্য কাজে তা ব্যবহার না করতে এক মাসের সময় দেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। গতকাল বৃহস্পতিবার গ্রিন রোড এলাকায় এসব অভিযান পরিচালনা করে রাজউক।

এ ছাড়া ৫নং রোডের ১১ নম্বর হোল্ডিংয়ে ‘সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার’ ভবনের প্রথম ও দ্বিতীয় বেজমেন্টে (ভূ-তল) নকশাবহির্ভূত অফিস কক্ষ, টয়লেট ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অন্যদিকে ৬ নম্বর রোডের ২/বি নং হোল্ডিংয়ের নিচতলার ভবনের নকশার ব্যত্যয় ঘটিয়ে অফিস স্পেসের জায়গায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেন, জোন-৫-এর (ধানমন্ডি, লালবাগ) পরিচালক শাহ আলম চৌধুরী, অথরাইজড অফিসার আশীষ কুমার সাহাসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্য সেবাদানকারী সংস্থা সহায়তা করে।

উল্লেখ্য, গ্রিন রোড আবাসিক এলাকায় অবৈধভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বার উচ্ছেদ করতে এ অভিযান চালায় রাজউক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist