চট্টগ্রাম ব্যুরো

  ২৭ জুলাই, ২০১৭

জনদুর্ভোগ লাঘবে কাজ করার নির্দেশ নাছিরের

ভারী বর্ষণ, জোয়ার, পাহাড়ি ঢল এবং কাপ্তাই বাঁধের ছেড়ে দেওয়া পানির প্রভাবে ক্ষতিগ্রস্ত নগরের চকবাজার এলাকা পরিদর্শন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি চসিকের প্রকৌশল বিভাগকে তদারকি ও জনদুর্ভোগ লাঘবে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন। গতকাল বুধবার সকালে চকবাজার ওয়ার্ডে কাতালগঞ্জ এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, নালা নর্দমা পরিদর্শন করেন তিনি। কাতালগঞ্জ ৩ ও ৪ নং রোডের মেরামত কাজের অগ্রগতি প্রত্যক্ষ করেন মেয়র। চকবাজার ওয়ার্ডে এডিবির আওতায় পাঁচ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে সড়ক ও নালার নির্মাণ কাজও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে কাজের গুণগত মান ঠিক আছে কি না তা চসিকের প্রকৌশল বিভাগকে তদারকি ও জনদুর্ভোগ লাঘবে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করতে নির্দেশ দেন মেয়র। পরে তিনি কাতালগঞ্জের শ্রম আদালত পরিদর্শনে যান। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী প্রকৌশলী মো. মেজবাহ উল আলম, উপ সহকারী প্রকৌশলী আবদুল হামিদ ও কাতালগঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির নেতারা মেয়রের সঙ্গে ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist