reporterঅনলাইন ডেস্ক
  ১০ মে, ২০২১

ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে ওই আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি, সভাপতি এবং আলোচকরা প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণা করেন।

তারা ড. ওয়াজেদ মিয়াকে একজন খাঁটি দেশপ্রেমিক বলে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরমাণু বিজ্ঞানীর বিশ্বাস ছিল বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তার মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক উন্নয়ন ও গবেষণার দ্বার প্রসারিত। ‘রাজনীতিতে সাফল্যের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও ড. ওয়াজেদ মিয়া সেদিকে না গিয়ে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানের উন্নয়নে নিজেকে মনোনিবেশ করেন। ড. এম এ ওয়াজেদ মিয়ার আজীবনের স্বপ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের প্রচেষ্টায় তার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।’ সংবাদ বিজ্ঞপ্তি।

------
 

 

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close