চট্টগ্রাম ব্যুরো

  ২৪ অক্টোবর, ২০১৯

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

নগরীতে চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহকর্ত্রী এক বৃদ্ধা ও শিশু গৃহকর্মীকে খুনের মামলায় মো. সোলায়মান রায় নামের একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন চট্টগ্রাম দায়রা জজ আদালত। দন্ডিত মো. সোলায়মান রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। তাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী এই রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত মহানগর পিপি তসলিম উদ্দিন চৌধুরী বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে ৩৯৪ ধারায় ১০ বছরের কারাদন্ড অনাদায়ে আরো তিন মাস এবং ৩০২ ধারায় মৃত্যুদন্ড দেন। ওই মামলায় ২০০৯ সালের ১৯ আগস্ট সোলায়মানকে গ্রেফতারের পর সে আদালতে জবানবন্দি দিয়ে জানায়, ভিক্ষুকের বেশে বাসায় প্রবেশ করে সে দুজনকে খুন করে স্বর্ণালঙ্কার লুট করেছে। সোলায়মানকে অভিযুক্ত করে পুলিশ অভিযোগপত্র দাখিলের পর ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। রাষ্ট্রপক্ষে হাজির করা ১৫ জন সাক্ষীর সাক্ষ্য এবং যুক্তিতর্ক গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close