চট্টগ্রাম ব্যুরো

  ২৩ অক্টোবর, ২০১৯

সিএমপির হাতে আটক ছিনতাইকারী ২ ভাই

অভিনব কায়দায় ছিনতাইয়ে জড়িত দুই ভাইকে গ্রেফতার করেছে নগরীর কোতোয়ালি থানা-পুলিশ। গত সোমবার রাতে বিআরটিসি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা তিনজন, একজন চালাত রিকশা। যেসব যাত্রীর ব্যাগ ও লাগেজ আছে ওই যাত্রীদের রিকশায় তুলত। পরে যাত্রীদের সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে বলত রিকশা নষ্ট, যাবে না। এ নিয়ে যখন রিকশাচালক (ছিনতাইকারী) ও যাত্রীর মধ্যে তর্ক হতো, অন্য দুজন এসে রিকশায় থাকা লাগেজ ও ব্যাগগুলো নিয়ে দৌড় দিত। গ্রেফতার দুই ভাই হলো বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকার সৈয়দ আলী শেখের ছেলে মো. শাহ আলম শেখ (৪০) ও মো. হাসান শেখ (২৮)।

কোতোয়ালি থানার ওসি মো. মহসীন বলেন, অভিযোগ পাওয়ার পর তাদের ধরতে বিআরটিসি মোড়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই ভাইকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, তারা স্বীকার করেছে রিকশায় যাত্রী উঠিয়ে সুবিধাজনক জায়গায় নামিয়ে দিয়ে যাত্রীদের বিভিন্ন মালামাল ছিনতাই করত। অনেক সময় যাত্রীদের বন্দুকের ভয় দেখিয়েও ছিনতাই করত। গ্রেফতার দুজনের কাছ থেকে একটি দেশি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। অন্যজন পালিয়ে গেলেও তাকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close