চট্টগ্রাম ব্যুরো

  ৩০ জুন, ২০১৯

চট্টগ্রামে রাইফা হত্যার এক বছর

বিচার বিভাগীয় তদন্তের দাবি

সাংবাদিক রুবেল খানের মেয়ে রাফিদা খান রাইফাকে ভুল চিকিৎসায় ও চিকিৎসকের অবহেলায় ‘খুন’ করার ঘটনায় বিএমডিসির দেওয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে চট্টগ্রামের সাংবাদিক সমাজ। অবিলম্বে তদন্ত শেষ করে অভিযুক্ত চার চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট দাখিলে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়েছে সাংবাদিক-জনতার সমাবেশ থেকে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সাংবাদিক-জনতার সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য কাজী আবুল মনসুর ও শামসুল ইসলাম, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, নির্বাহী সদস্য উত্তম সেনগুপ্ত, বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য রুবেল খান, আজাহার মাহমুদ, সিইউজের টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, পূর্বদেশ ইউনিট প্রধান রতন কান্তি দেবাশীষ, কর্ণফুলীর ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী, সাংবাদিক প্রিতম দাশ প্রমুখ। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, ১৪ দল চট্টগ্রাম মহানগর নেতা স্বপন সেন, মহানগর আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের চৌধুরী প্রমুখ।

সমাবেশ থেকে সাংবাদিক নেতারা জানান, ডাক্তারদের বিরুদ্ধে বিএমডিসি নিরপেক্ষ প্রতিবেদন দিতে পারেনি। বিএমডিসি ডাক্তারদের পক্ষ নিয়ে একপেশে প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন। ভিকটিম রাইফার বাবার বক্তব্য নেওয়ার প্রয়োজনও মনে করেননি তারা। রাইফার মতো আর যেন কোনো মানুষ চিকিৎসকদের অবহেলায় ‘মেডিকেল মার্ডারের’ মুখোমুখি না হন সেই আন্দোলনই করছি আমরা। মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাইফা হত্যাসহ এ ধরনের ঘটনার সুবিচার করবেন বলে বিশ্বাস করে চট্টগ্রামের সাংবাদিক সমাজ।

গত বছরের ২৯ জুন রাতে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন খুন হয় শিশু রাইফা। এ ঘটনায় ১৮ জুলাই ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ এনে চার চিকিৎসকের বিরুদ্ধে নগরীর চকবাজার থানায় মামলা করেন রাইফার বাবা সাংবাদিক রুবেল খান। এজাহার দায়েরের দুই দিন পর এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। চকবাজার থানায় করা মামলার আসামিরা হলেন ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্র দেব ও বেসরকারি ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close