নিজস্ব প্রতিবেদক

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

বিএবি’র হালাল অ্যাক্রেডিটেশন চালু

হালাল অ্যাক্রেডিটেশন স্কিম চালু করবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)। এর আওতায় হালাল সনদ প্রদানকারী ল্যাবরেটরিগুলোকে অ্যাক্রেডিটেশনের আওতায় নিয়ে আসা হবে। ফলে হালাল খাদ্যের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়বে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মান (আইএসও) ১৭০২০-এর ওপর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড আয়োজিত ২৪তম বিএবি অ্যাসেসর কোর্সের সমাপনী অনুষ্ঠানে গতকাল এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিএবির মহাপরিচালক মনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবদুল হালিম। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ও কিউট্যাক্স সল্যুশনস্ লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (ল্যাব) আসমা জান্নাহ্ এবং এসজিএস বাংলাদেশ লিমিটেডের হেড অব কোয়ালিটি মোহাম্মদ আমানুল হক বক্তব্য দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close