আন্তর্জাতিক ডেস্ক

  ১১ এপ্রিল, ২০১৯

মোদিকে মমতা

হিটলার থাকলে গলায় দড়ি দিতেন

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর বক্তব্য, মুখ্যমন্ত্রী বুঝতেই পারছেন, এখানে জিততে পারবেন না। তাই ভোটের মুখে এমন সব কথা বলছেন, যার কোনো মানে নেই।

আগেও হিটলার বলেছেন। এবার বললেন আরো কড়া করে। রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নরেন্দ্র মোদি নিজের প্রচার ছাড়া কিছু করেন না। নিজের নামে সিনেমা বানিয়েছেন। নিজের নামে দোকান বানিয়েছেন। এই ধরনের দুর্যোধন, দুঃশাসনের মন্ত্রিসভা আগে কখনো হয়নি ভারতবর্ষে। ফ্যাসিবাদের সম্রাট। ফ্যাসিবাদী সম্রাট। হিটলার বেঁচে থাকলে আজকে লজ্জায়, গলায় দড়ি কলসি নিয়ে আত্মহত্যা করতেন।

বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর বক্তব্য, মুখ্যমন্ত্রী বুঝতেই পারছেন, এখানে জিততে পারবেন না। তাই ভোটের মুখে এমন সব কথা বলছেন, যার কোনো মানে নেই।

মমতা এ দিন অবশ্য প্রথম থেকেই মোদির প্রসঙ্গে আক্রমণাত্মক ছিলেন। তিনি মন্তব্য করেন, বাপ রে, কী সাংঘাতিক লোক। দাঙ্গার কথা ভুলে যাননি তো! বিজেপির নির্বাচনী ইশতেহার সম্পর্কে তার বক্তব্য, বলছে ২০৪৭ সালে তাদের স্বপ্নপূরণ হবে। এটা ২০১৯ সাল। পাঁচ বছর পরপর সরকার বদলায়। অথচ তারা ২০৪৭ সালের স্বপ্ন দেখছেন। মোদিবাবু তোমারও তো ১০০ বছর বয়স হয়ে যাবে। তখন তুমি কী করে স্বপ্ন দেখবে?

মমতার দাবি, বিজেপি সব শক্তি দিয়ে সরকারি সংস্থাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গায়ের জোরে নির্বাচন জিততে চায়। মমতা বলেন, আমরাও রাজ্যে রাজ্যে জোট বেঁধে লড়াই করছি। যে যেখানে শক্তিশালী। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও সারা ভারতবর্ষে দেব না। সভায় প্রশ্ন তোলেন মমতা, জিজ্ঞাসা করুন, বিজেপিÑ কেন ভোট দেব তোমায়? তুমি পাঁচ বছর ক্ষমতায় ছিলে। মমতা বলেন, নোটবন্দি করে জনগণের পকেট লুটেছ। অনেক দোকানদার সর্বস্বান্ত হয়েছেন। অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। ব্যাংকে লাইন দিতে গিয়ে অনেকে প্রাণ দিয়েছেন। আজও দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন মোদিবাবু তোমাদের আমলে। ছেলেমেয়ের চাকরি দেওয়া দূরের কথা। আপনারা বলে ছিলেন পাঁচ বছরে ১০ কোটি বেকারকে চাকরি দেবেন। অথচ আপনার আমলে দেশে বেকার সংখ্যা ৪৫ বছরে সর্বোচ্চ। মমতার অভিযোগ, যে বিরুদ্ধে বলছে, তাকেই ভয় দেখানো হচ্ছে। মমতা বলেন, এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছ। কাউকে সিবিআই দিয়ে, কাউকে ইডি দিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close