প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ মার্চ, ২০২৪

সলঙ্গা গণহত্যা দিবস

জাতীয় দিবসের স্বীকৃতি দাবিতে আইনি নোটিস

সলঙ্গা গণহত্যা দিবসকে জাতীয় দিবসের স্বীকৃতি দিতে এবং স্মৃতিস্তম্ভ স্থাপনে আইনি নোটিস পাঠানো হয়েছে। রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসককে এ নোটিস পাঠানো হয়। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন এ নোটিস পাঠান।

নোটিসদাতা বলেন, সরকারি-সেবরকারি বিভিন্ন ডকুমেন্ট ও প্রকাশনায় এ নৃশংস হত্যাযজ্ঞের স্বীকৃতি রয়েছে। ইতিহাসে দিনটিকে সলঙ্গা দিবস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু দিবসটি শুধু স্থানীয়ভাবেই পালন করা হয়। জাতীয় দিবস হিসেবে এটিকে স্বীকৃতি দেওয়া হয়নি আজও। এমনকি ঘটনাস্থলে একটি স্মৃতিস্তম্ভ পর্যন্ত স্থাপন করা হয়নি। সলঙ্গা অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দাবি জানিয়ে আসছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close