শেকৃবি প্রতিনিধি

  ১২ জানুয়ারি, ২০২৪

শেকৃবিতে ডাইনিং বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

শীতকালীন ছুটি শেষ হওয়ার ৯ দিন অতিবাহিত হলেও চালু হয়নি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) হলগুলোর ডাইনিং। ফলে খাবার নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। হলের ক্যান্টিনগুলো খুললেও খাবারের মান নিয়ে নানা প্রশ্ন এবং চাহিদা অনুযায়ী খাবার পাওয়া যাচ্ছে না বলে চরম ক্ষোভ প্রকাশ করেছে আবাসিক শিক্ষার্থীরা।

বিশ্ববদ্যিালয়ের নবাব সিরাজ উদণ্ডদৌলা ও কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার আগেই ডাইনিং বন্ধ হয়ে যায়। ঈদ, পূজা প্রত্যেক ছুটিতে বিনা কারণে অনেক সময় বন্ধ রাখে। ডাইনিং না খোলার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। অনেক শিক্ষার্থী হলের ডাইনিং খাবারের ওপর নির্ভরশীল। মাঝে মধ্যে ক্যান্টিনেও খাবার পেতে অনেক বেগ পেতে হয়। কিন্তু এখনো ডাইনিং চালু না হওয়ায় ক্যাম্পাসের খাবারের স্বাভাবিক দামের চেয়ে বাইরে তিনগুণ বেশি টাকা দিয়ে খাবার খেতে হচ্ছে। তাই অতি দ্রুত ডাইনিং চালু করার দাবি জানাই।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সব হলের নবাব সিরাজ উদণ্ডদৌলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল, শেরেবাংলা হল, শেখ লুৎফর রহমান হল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, কৃষকরত্ন শেখ হাসিনা হল, শেখ সায়েরা খাতুন হলের ডাইনিং বন্ধ। বন্ধের কারণ জানতে চাইলে নবাব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, রাত থেকেই ডাইনিং চালুর নির্দেশ দিয়েছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close