জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০২৩

জাবিতে পাখিমেলা আজ

পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ (৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাখিমেলা ২০২৩। বৃহস্পতিবার পাখিমেলার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রাণিবিদ্যা বিভাগের এই সভাপতি জানান, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আন্তবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের পাখির ছবি আঁকাবিষয়ক প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা, অডিও ভিজুয়ালের মাধ্যমে পাখি চেনা প্রতিযোগিতা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close