reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ডিসেম্বর, ২০২২

বিএসএমএমইউতে কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে মঙ্গলবার সকালে (৬ ডিসেম্বর) বাংলাদেশ সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্টস এবং বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টসের যৌথ উদ্যোগে ‘এমেন্ডমেন্ট অব বিএসপি কনস্টিটিউশন এবং রোগ নির্ণয়ে ল্যাবরেটরি মেডিসিনের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। ওয়ার্কশপের সাইন্টেফিক সেশনে বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করা হয়। বাংলাদেশ সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্টস এবং বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টসের সভাপতি অধ্যাপক ডা. এ এন নাসিমুদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, বাংলাদেশ সোসাইটি অব প্যাথলজিস্টসের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. দেওয়ান রেজাউল করিম, বিএসএমএমইউর ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, অধ্যাপক ডা. কুদ্দুসুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close