শেরপুর প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০২২

ঝিনাইগাতীতে বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

এতে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভার সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচির মধ্যে থাকবে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুচকাওয়াজ, মসজিদ, মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা, উন্নত খাবার পরিবেশন, প্রীতি ম্যাচ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভায় উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close