ক্রীড়া প্রতিবেদক

  ২৬ মার্চ, ২০২৪

ভালো করার প্রত্যয় ফুটবলারদের

কিংস অ্যারেনা বাংলাদেশ দলের জন্যভাগ্যবান। এখানে খেলা চার ম্যাচের কোনোটিতেই হারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা চার প্রতিপক্ষের বিরুদ্ধে জিতেছে একটি এবং ড্র করেছে বাকি তিনটিতে। সেইসঙ্গে স্বাগতিক দর্শকদের সমর্থন বাড়তি সুবিধা দেবে জামাল-তপুদের। এ কারণে অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোলে হারার পরও ঘরের মাঠে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাংলাদেশের ফুটবলাররা। এই কিংস অ্যারেনায় গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপের আরেক শক্তিশালী দল লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছিল বাংলাদেশ। আজ কিংস অ্যারেনায় ফিলিস্তিনের বিপক্ষেও এমন কিছুরই আশা জামাল তপুদের। পরশু কিংস অ্যারেনার প্যাকটিস মাঠে অনুশীলন করেছে দুদল। তবে দুদলই অনুশীলন করেছে ক্লোজডোর। ক্লোজডোর প্যাকটিস হলেও বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাবরেরা মূল কাজ করেছেন ডিফেন্স নিয়ে। আগের ম্যাচে ডিফেন্ডারদের ভুলেই পাঁচ গোল হজম করেছে বাংলাদেশ।

নিজেদের মাঠে তেমনটা হতে দিতে চান জানিয়ে এই স্প্যানিশ কোচ বলেন ‘আবারও বলছি, পাঁচ গোলে আমি ডিফেন্ডারদের খুব একটা দোষ দেখি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close