ক্রীড়া ডেস্ক

  ২৫ মার্চ, ২০২৪

বিধ্বস্ত মেসিহীন ইন্টার মিয়ামি

লিওনেল মেসিকে ছাড়া গত শনিবার সকালে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। যদিও নিজেদের অধিনায়কের অভাব টের পায়নি লা আলবিসেলেস্তেরা। তারকা ফরওয়ার্ডকে ছাড়াই মধ্য আমেরিকার দেশটিকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা পারলেও ইন্টার মিয়ামি পারেনি। মেসিকে ছাড়া গতকাল রবিবার মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলতে নেমেছিল ফ্লোরিডার প্রতিনিধিরা। ম্যাচটি ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে মিয়ামি।

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে গত ১৪ মার্চ ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল ইন্টার মিয়ামি। সে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। যার দরুণ ১৭ মার্চ ডিসি ইউনাইটেডের বিপক্ষে লিগ ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। একই কারণে রেড বুলসের বিপক্ষেও দর্শক হয়ে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ইন্টার মিয়ামির বিপক্ষে রেড বুলসের এই জয়ের নায়ক লুইস মরগান। তিনবার জালের দেখা পেয়েছেন এই স্কটিশ উইঙ্গার। রেড বুলসের হয়ে বাকি গোলটি করেছেন উইকেলমান কারমোনা।

রেড বুল অ্যারেনায় এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ইন্টার মিয়ামি। দলের হয়ে প্রথম গোলটি করেন মরগান। এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সফরকারী দল। বিরতি থেকে ফেরার ৬ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান মরগান। ৬৬ মিনিটে রেড বুলসের হয়ে তৃতীয় গোলটি করেন কারমোনা। চার মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন মরগান। বিপরীতে একবারের জন্যও স্বাগতিকদের জালের নিশানাভেদ করতে পারেনি ইন্টার মিয়ামি। ছয় ম্যাচ শেষে ইন্টার মিয়ামির সংগ্রহ ১০ পয়েন্ট। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে তারা। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিনসিনাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close