ক্রীড়া ডেস্ক

  ০৭ মার্চ, ২০২৪

ইউরোপের শীর্ষ ৫ লিগ

শিরোপার লড়াইয়ে কে কোথায়?

ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে এবার বেশ জমে উঠেছে শিরোপার লড়াই। লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল- এ তিন দলের মধ্যে মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে চলছে লড়াই।

অন্যদিকে স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান ও ইতালিয়ান সিরি’আ- এ চার লিগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, পিএসজি ও ইন্টার মিলান।

ইংলিশ প্রিমিয়ার লিগে ত্রিমুখী লড়াই : ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। তাদের পেছনে মাত্র ১ পয়েন্ট কম রয়েছে ম্যানচেস্টার সিটি। আর ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। ৫৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলাও শিরোপার লড়াইয়ে এখনো বাদ যায়নি।

লা লিগায় রিয়াল মাদ্রিদের একচ্ছত্র আধিপত্য : ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের পেছনে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা। ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনা শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে।

বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনের দাপট : ৬৪ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে রয়েছে বায়ার লেভারকুজেন। ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখ শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে।

লিগ ওয়ানে পিএসজির একচ্ছত্র আধিপত্য : ৫৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে রয়েছে পিএসজি। ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্ট শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে।

সিরি’আতে ইন্টার মিলানের একচ্ছত্র আধিপত্য : ৭৭ পয়েন্ট নিয়ে সিরি’আর শীর্ষে রয়েছে ইন্টার মিলান। ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাস শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা এসি মিলানও শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close