ক্রীড়া প্রতিবেদক

  ০৭ মার্চ, ২০২৪

বিশ্বকাপের তদন্ত নিয়ে রহস্যজট বিসিবির

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করার জন্য গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয়েছে, কোচ চন্দিকা হাথুরুসিংহের কারণেই দলে ছিলেন না অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল।

কিন্তু গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন স্পষ্ট করে বলেন, ‘বিসিবি এখনো তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করেনি। কোথা থেকে এ খবরটা এসেছে জানি না।’ হাথুরুসিংহের সঙ্গে তামিমের মনোমালিন্যের কারণেই তিনি বিশ্বকাপ দলে জায়গা পাননি বলে রিপোর্টে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে সুজন বলেন, ‘এমন কিছু (হাথুরুর কারণে তামিমের না থাকা) হলে বিসিবি নিশ্চয়ই জানাবে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমি মনে করি না, কারো না থাকার কারণে ম্যাচ হেরে যায়। এটা দলীয় খেলা, এখানে একজনের কারণে কিছু হতে পারে, তা আমি বিশ্বাস করি না। আপনার পরিকল্পনায় সমস্যা থাকতে পারে। সেটা ভিন্ন ব্যাপার। তবে কোনো একজনের কারণে ম্যাচ জেতা বা হেরে যাওয়া! হ্যাঁ, অনেকে একা ম্যাচ জেতায়। তবে খেলা তো মাঠে হয়। বাইরে থেকে আপনি কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি চাইলেই ম্যাচ হারিয়ে দিতে পারবেন না।’

তদন্ত কমিটি এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রিপোর্ট প্রকাশ করা হবে কি না- জানতে চাইলে সুজন বলেন, ‘আমি আসলে জানি না, এটা প্রকাশ হবে নাকি হবে না। এখন সম্পূর্ণ সভাপতির হাতে, উনি যদি মনে করেন এটা প্রকাশ করা দরকার। যদি প্রকাশ হয় তখন বোঝা যাবে কোনটা সত্য, কোনটা মিথ্যা। তবে আমি মনে করি, প্রতিবেদনে যেহেতু হাতে এসেছে, সেটা প্রকাশ করা উচিত। প্রকাশ করলে ভালো। কারণ যদি আমাদের কোনো সমস্যা থাকে সেটা সমাধান হবে। আর বোর্ড যদি মনে করে, এটা প্রকাশ করব না, আমরাই সমাধান করব বোর্ড থেকে, সেটাও হতে পারে।’

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে নেই আফিফ হোসেন। মিডলঅর্ডারে আফিফের মতো একজন ব্যাটার না থাকায় অবাক হয়েছেন খালেদ মাহমুদ সুজন। তার মতে, আফিফের মতো ক্রিকেটাররা অফ-ফর্মে থাকলেও তাদের দলের সঙ্গেই রাখা উচিত। গত বছর নিউজিল্যান্ড সফরে শেষবারের মতো ওয়ানডে খেলেন আফিফ। সেই সফরে খেলা একমাত্র ওয়ানডেতে ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এমন ইনিংসের পরও শ্রীলঙ্কা সিরিজে তার বাদ পড়ার কারণ খুঁজে পাননি সুজন।

তিনি বলেন, ‘আমি আবাহনীর কোচ হয়ে একটা কথা বলতে পারি, যেহেতু আমি আফিফকে অনেক দিন ধরে দেখছি, আমি খুবই বিস্মিত যে ও ওয়ানডে দলে নেই। শেষ ওয়ানডেতেও সে রান করেছে, ৩৯ (৩৮)। কেন ও নেই, এ কারণটা জানি না। ছেলেটা কঠোর পরিশ্রম করে, নিবেদিত একজন ক্রিকেটার। লড়াই করতে জানি। খুবই ভালো ফিল্ডার। তার জায়গায় যাকে নিয়েছে সেখানে অবশ্যই নির্বাচকরা চিন্তা করে নিয়েছে। আমার কিছু বলার নেই।’ গুঞ্জন আছে বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহের সঙ্গে সুসম্পর্ক না থাকায় দল থেকে ব্রাত্য আফিফ। যদিও এমন গুঞ্জনে বিশ্বাসী নন সুজন। গতবারের মতো আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে আফিফকে চার-পাঁচে খেলানোর পরিকল্পনা করছেন আবাহনীর এ হেড কোচ।

সুজন আরো বলেন, ‘আফিফ ওপরে ব্যাটিং করতে পারে এটা সবসময় সবাই জানে। আমিও চেষ্টা করি আবাহনীতে ওকে চার-পাঁচে ব্যাটিং করাতে যখন আমি পারি। সবসময় সুযোগ হয় না। গত বছর সে চার নম্বরে ব্যাটিং করেছে। দারুণ খেলেছে। প্রিমিয়ার লিগে সবসময় কঠিন ক্রিকেট হয়। সেখানে সে রান করেছে। হ্যাঁ, সে চায় স্বাধীনতা নিয়ে খেলতে। হাথুরুর সঙ্গে কী আছে, আমি বলতে পারব না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close