ক্রীড়া প্রতিবেদক

  ০১ জানুয়ারি, ২০২৪

শরীফুলে মুগ্ধ হাথুরুসিংহে

নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই সিরিজেই দারুণ করেছে টাইগার বোলাররা। আলো ছড়িয়েছেন শরীফুল ইসলাম। হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারিও। আর তাতেই মুগ্ধ হয়েছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

ওয়ানডেতে ১৬.৫০ গড়ে ৪.৫০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। টি-টুয়েন্টিতে তিন ম্যাচে বল করেছেন ৯.৪ ওভার। ৬.১০ ইকোনমিতে ৯.৮৩ গড়ে নিয়েছেন ওয়ানডের সমান ৬টি উইকেট। সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও নিয়েছেন ১৭ রান খরচায় ২ উইকেট।

শরিফুলের এমন পারফরম্যান্সে গতকার মাউন্ট মঙ্গানুইতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুগ্ধতা প্রকাশ করেছেন লঙ্কান এ কোচ। বলেছেন, ‘আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম তিন ফরম্যাটেই সম্প্রতি সে অসাধারণ। ৮ মাস আগে সে দলে ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। এখন সে দলের সেরা বোলার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close