ক্রীড়া ডেস্ক

  ০১ জানুয়ারি, ২০২৪

৫৪ গোলে বছর শেষ করলেন রোনালদো

আগামী ৫ ফেব্রুয়ারি ৩৯-এ পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও এ ফরওয়ার্ডের মাঠের পারফরম্যান্স দেখে সেটা বোঝার উপায় নেই। এ বয়সে এসেও দিব্যি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সিআর সেভেন হিসেবে পরিচিত পর্তুগিজ যুবরাজ। তারই ধারাবাহিকতায় আরো একটা স্বপ্নময় বছর পার করলেন তিনি।

দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গত জানুয়ারিতে অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই আল নাসেরে যোগ দেন রোনালদো। তাতে বেশ কটাক্ষের মুখে পড়েছিলেন। নিন্দুকরা বলতে শুরু করেন, এ বুঝি ফুরিয়ে গেছেন রোনালদো। যদিও এসবে নজর না দিয়ে মাঠে নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দেন রোনালদো।

আল নাসেরে এক বছর শেষ হতেই রোনালদো দেখিয়ে দিলেন এখনো দলকে অনেক কিছুই দেওয়ার আছে তার। ২০২৩ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে জালের দেখা পেয়েছেন ৫৪ বার। আগেই নিশ্চিত হয়েছে সেরা গোলদাতা হিসেবে বছরটা শেষ করছেন সাবেক ম্যানইউ তারকা। এবার বাড়িয়ে নিলেন নিজের গোল সংখ্যাও।

সৌদি প্রো লিগে পরশু রাতে আল তাওউনের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। ২০২৩ সালে নিজের শেষ ম্যাচেও গোল করেছেন রোনালদো। কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে তাওউনকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াদের ক্লাবটি। আল নাসেরের বড় জয়ের দিনে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ফোফানার বাড়ানো বল থেকে গোল করেন রোনালদো। ৫৯তম ম্যাচে ৫৪ গোল করে বছর শেষ করলেন সাত নম্বর জার্সিধারী।

২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতার তালিকার দুয়ে আছেন যৌথভাবে কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেন। পিএসজি ও বায়ার্ন মিউনিখের এ দুই তারকা করেছেন সমান ৫২টি গোল। ৫০ গোল করে তিন নম্বরে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close