ক্রীড়া ডেস্ক

  ১৮ মার্চ, ২০২৩

ইউরো ২০২৪

ফ্রান্সের দল ঘোষণা নতুন মুখ দুজন

একের অধিক চমক রেখে ইউরো-২০২৪ বাছাইপর্বে দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। প্রথমবারের মতো দলে জায়গা করে নিয়েছেন সেন্টার ব্যাক ভেসলে ফোফানা। দলে নতুন মুখ আছেন আরো দুইজন। একজন নিসের মিডফিল্ডার কিহফেন থুরাম, অন্যজন লসের গোলরক্ষক ব্রিস সাম্বা।

২৩ সদস্যের এই দল নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। ২০২২ বিশ্বকাপ দলের বেশ কয়েকজন আছেন এ দলে- অলিভিয়ের জিরু, অ্যাড্রিয়েন রাবিওট, জর্ডান ভেরেটআউট। এ ছাড়া প্রথমবারের মতো ফ্রান্স দলের অধিনায়ক হতে পারেন কিলিয়ান এমবাপ্পে।

নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ফ্রান্স দল

গোলরক্ষক : আলফোনস আরেওলা (ওয়েস্ট হ্যাম), মাইক ম্যাগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (লেন্স)।

ডিফেন্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ওয়েসলি ফোফানা (চেলসি), থিও হার্নান্দেজ (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলেস কুন্দে (বার্সেলোনা), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ডেওট উপমিচানো (বায়ার্ন মিউনিখ)।

মিডফিল্ডার : ইউসুফ ফোফানা (মোনাকো), আদ্রিয়েন রাবিওট (জুভেন্টাস), অরেলিয়ান চৌমেনি (রিয়াল মাদ্রিদ), জর্ডান ভেরেটআউট (ওএম), খেফ্রেন থুরাম (নিস)।

ফরওয়ার্ড : কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), অলিভিয়ের জিরুদ (এসি মিলান), আন্তোইন গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ), রান্ডাল কোলো মুয়ানি (ফ্রাঙ্কফুর্ট), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), মার্কাস থুরাম (মনচেংলাদবাখ), মুসা ডায়াবি (বায়ার লেভারকুসেন)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close