ক্রীড়া ডেস্ক

  ২৬ জানুয়ারি, ২০২৩

নেশন্স লিগ

সেমিতে মুখোমুখি স্পেন-ইতালি

উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির মোকাবিলা করবে স্পেন। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস। এই চারটি দল ‘এ’ লিগের নিজ নিজ গ্রুপে সেরা হয়ে জায়গা করে নিয়েছিল প্রতিযোগিতার সেমিতে।

বুধবার সুইজারল্যান্ডের নিওঁতে উয়েফার সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে ২০২২ নেশন্স লিগের সেমিফাইনালের ড্র। আগামী জুনে সব ম্যাচ হবে নেদারল্যান্ডসে। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই শহর রটামডাম ও এনশেন্ডকে। আগামী ১৪ জুন নেদারল্যান্ডসের রটারডামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েটদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। পরদিন এনশেন্ডে ইতালির মুখোমুখি হবে স্প্যানিশরা। বিজয়ী দুই দল ১৮ জুন রটারডামে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে। একই দিনে এনশেন্ডে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি সেমিতে হেরে যাওয়া দুই দল।

গত আসরেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও ইতালি। সেবার সানসিরোতে ফেরান তোরেসের জোড়া গোলে ইতালিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close