ক্রীড়া ডেস্ক

  ৩০ নভেম্বর, ২০২২

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কোন দল?

সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোল নিশ্চিত করেছে ব্রাজিল। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখনো বাকি, সে ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে লড়বে ব্রাজিল। এ অবস্থায় নকআউট পর্বে কোন দেশ হতে পারে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ?

ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে রাউন্ড অব সিক্সটিনে পা রেখেছে ব্রাজিল। তাই তো এখন থেকেই আলোচনার টেবিলে শুরু হয়েছে, শেষ ষোলতে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী কোন দল? সূচি অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন নাকি রানার আপদল হিসেবে পরের রাউন্ডে যাবে, তার ওপরই সূচি নির্ভর করছে সেলেসাওদের।

ব্রাজিল অবস্থান করছে গ্রুপ জি-তে। শীর্ষে থেকে শেষ করলে তারা ‘এইচ’ গ্রুপের রানার্সের বিপক্ষে খেলবে, আগামী ৫ ডিসেম্বরে। সোমবার রাতে পর্তুগাল জেতার পর গ্রুপ এইচণ্ডএর প্রথম স্থান পাওয়া দল হিসেবে তাদের থাকা প্রায় নিশ্চিত। দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যেতে পারে উরুগুয়ে বা ঘানা। এই দল শেষ দুই ম্যাচ খেলবে। যেহেতু তারা আগের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে। তবে উরুগুয়ের কাছে মাত্র এক পয়েন্ট থাকায় তাদের জিততেই হবে। ব্রাজিল যদি ক্যামেরুনের বিপক্ষে হারে এবং সুইজারল্যান্ড যদি বড় ব্যবধানে সার্বিয়াকে হারায়, তাহলে ব্রাজিল হবে গ্রুপের দ্বিতীয়। সেক্ষেত্রে তাদের ‘এইচ’ গ্রুপের বিজয়ী দলের বিরুদ্ধে খেলতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close