ক্রীড়া ডেস্ক

  ২২ সেপ্টেম্বর, ২০২২

হেলসের রাজকীয় প্রত্যাবর্তন

দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন অ্যালেক্স হেলস। অবশেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যাবর্তনে আলো কেড়েছেন ৩৩ বছর বয়সি ক্রিকেটার। পরশু রাতে ইংল্যান্ডের হয়ে খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংস।

মানসিক অবসাদের কারণ দাঁড় করিয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর বাইশ গজ থেকে নিজেকে সরিয়ে নেন হেলস। মাঝের সাড়ে তিন বছরে বিভিন্ন ধরনের অভিযোগকে পাশ কাটিয়ে ক্রিকেটে ফেরেন। পাকিস্তান সফরের জন্য সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে রেখেই দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, ইসিবির নির্বাচকরা।

গতকাল সিরিজের প্রথম কুড়ি ওভারের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ইংল্যান্ড। ন্যাশনাল স্টেডিয়াম করাচিতে অনুষ্ঠিত ম্যাচে স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট করেছেন হেলস।

ওপেনিংয়ে নেমে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আউট হন এই তারকা ক্রিকেটার। হারিস রউফের বলে বাবর আজমের হাতে ক্যাচ দেওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ রান। হেলসের ৪০ বলের ইনিংসটা সাজানো ছিল সাতটি চারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close