ক্রীড়া ডেস্ক

  ২৯ জুন, ২০২২

অজিদের সামনে ইতিহাসের হাতছানি

টি-টোয়েন্টি ও ওয়ানডে শেষে আজ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী অস্ট্রেলিয়া। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে টেস্ট সিরিজ শুরু করছে অস্ট্রেলিয়া। কারণ আর মাত্র একটি টেস্ট জিততে পারলেই বিশ্বের প্রথম দল হিসেবে টেস্টে ৪০০তম জয়ের স্বাদ নেবে অজিরা।

টেস্ট ক্রিকেটে এ পর্যন্ত ৮৪২ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এরমধ্যে ৩৯৯টি জয়, ২২৬ হার, ২১৫টি ড্র করেছে অসিরা। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। বিশ্বের প্রথম দল হিসেবে ৪০০ টেস্ট জয়ের রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে অজিরা। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টই জিতে ইতিহাসের ৪০০তম জয়ের নজির গড়তে চায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮১টি জয় আছে ইংল্যান্ডের। টেস্ট ক্রিকেটে রেকর্ড সর্বোচ্চ ১০৫১টি টেস্ট খেলেছে ইংল্যান্ড।

এবারের সফরে টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়া জিতলেও ওয়ানডে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়া ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে শ্রীলঙ্কা। তাই সীমিত ওভারে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টেস্টের লড়াইয়ে নামছে দুদল। তবে সম্প্রতি টেস্ট সিরিজেও সাফল্যকে সঙ্গী করেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। নিজেদের সর্বশেষ সিরিজে জিতেছে তারা।

গত মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় শ্রীলঙ্কা। আর গত মার্চে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই সিরিজটি অনেক বেশি গুরুত্ব বহন করছে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৭২ পয়েন্ট ও শতকরা জয় ৭৫। চতুর্থ স্থানে আছে শ্রীলঙ্কা। ৬ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। জয়ে শতকরা ৫৫ দশমিক ৫৬।

তাই সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেন, ‘সর্বশেষ পাঁচ সিরিজে আমরা ভালো করেছি। তিনটিতে জয় ও একটিতে ড্র করেছি। বাংলাদেশের মাটিতে সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। তবে এবার আমাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। এই দলকে হারানো সহজ হবে না। নিজেদের কন্ডিশনে খেললেও জয় পেতে নিজেদের সেরাটা দিতে হবে। সিরিজ জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থার উন্নতি হবে।’

অ্যাশেজ দিয়ে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিল অজিরা। এরপর পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজও জিতে তারা। তাই জয়ের ধারাটা ধরে রাখতে মরিয়া প্যাট কামিন্সের দল।

অধিনায়ক কামিন্স বলেন, ‘আমরা টেস্ট সিরিজে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলাটা অনেক বড় চ্যালেঞ্জিং। ভালো করতে হলে তিন বিভাগেই প্রতিপক্ষকে টপকে যেতে হবে। আমরা আত্মবিশ্বাসী। পাকিস্তানের কন্ডিশন, শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই। ওই সিরিজের অভিজ্ঞতা আমাদের অনেক বেশি সহায়ক হবে। আশা করছি, এখানেও আমরা সফল হব। আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছি। এই অবস্থানটা আরো বেশি সুসংহত করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close